Tuesday, 29 November 2016

How to Contact with a Jute Supplier in Bangladesh?

There are many directories and some Wholesale marketplaces that host Jute Suppliers and their Products. Since there are many suppliers of jute Products in Bangladesh but a very small fraction of them are coming online the Database are few and mostly unverified. But the more established Jute Suppliers all have Strong Online presence and support.

·         Tedfo Bangladesh Limited: A B2B Marketplace and Export Marketing Company, Tedfo.com marketplace has both Supplier Showroom with products, address and an E-mail System to send Quotation. Moreover Product Description is also supported in the site. So, the Buyers can look both products and Suppliers.
Website Link: https://tedfo.com , Jute Goods and Suppliers: Click Here

·         Address Bazar: An online Business Directory, It host a number of Supplier Information. It Gives, Supplier Name, Address, Website Link (If Any) and a List of products. However It cannot display product image or Description. Neither has it supported any Individual Supplier Showroom or Quotation System.
Website Link: http://www.addressbazar.com/ , Jute Suppliers: Click Here
·         Exporters India: A B2B Marketplace of India, It has a Bangladesh Suppliers section. It has a wide range of Products of Jute and Jute Goods.
Website: exportersindia.com         Jute Goods: http://bangladesh.exportersindia.com/
·         Biz Bangladesh: A Business Portal that Hosts Business Listing, company profile , Address and Product listings.





Thursday, 24 November 2016

100% Real Leather Corporate

A must use Products for smart executives Leather Corporate Folders helps to manage the Day to Day Tasks and Carry necessary instruments with them Smartly.
A typical Corporate Folder contains the following features:
  • An attached paper refills to keep Track of Notes and Business Writing
  • A Fully measured Slot to Keep a Standard I pad/Tablet
  • Slots to keep Pen,Pencils,Pen Drives etc.
The Corporate Folders comes with either Belt Lock system or Zipper Based It comes in Different colors Jet Black, Master or Biscuit Brown.
Some Samples are shown below:
Winter Warmers, Wholesale Headwears From Bangladesh
Welcome to Fardouse Fashion and sourcing World store. We do wholesale and retail for 6 years, we’ve gained a worldwide reputation. The main reason of our success is that we never loose promise with our customers. We supply the best Cheap Snapbacks & Baseball for all your favorite sports teams. No matter what you are looking for NFL HatsMLB HatsNBA HatsNHL Hats, or Street Hats, I think you will enjoy your shopping here. The more items you order, the more discount you will get. You also can mix and match different items on our online store. And all the goods which we supply are the top quality and affordable price. No matter what you are looking for a piece of hat or a large quantity of caps. We are pleased to supply you good service and fast delivery. So, why not choose Wholesale Snapbacks & Baseball from us, we may be your best choice. – See more at:https://tedfo.com/store/fardouse...
Fty-profil> FFS W(2016-08-19).pdf
This “ Winter Warmers” is exclusive to “Fardouse Fashion and sourcing” and not available at any other retailer. Get yours today!
This awesome beanie is a credit to any fan’s wardrobe. TheWinter Warmers features your favorite team’s traditional colors in a snazzy knit pattern and embroidered team logo. Whether you are a serious collector or sporting your first team accessory, you cannot go wrong with this cap.
  • Style: CUSTOM
  • Color: CUSTOM
  • Material: Made of 100% Acrylic, Knit
  • Departments: Knit
  • Crown: Low
  • Fit: Relaxed
  • Bill Type: None

Sunday, 9 October 2016

Source Vegetables from Bangladesh Edit

Vegetables is daily necessity for Healthy consumers. Bangladesh is rich in Agriculture. Over the Years Bangladesh After Achieving Food Solvency is gradually increasing vegetable and Agricultural Commodity exporting. The Main Exported Vegetable commodity are : Potatoes, Fruits, Sesame oil, Carrots, cabbage and many many more.
The Vegetable manufacturer and Exporters with the Traditional Marketing Methods are increasingly using Digital Methods to Get introduced with more and more global Byers.
Some of the Manufacturers Adopting to newer trends of marketing are:
  1. Organics BD: Online Retailer of Organic Vegetables. They have a very strong online exposure and use e-commerce model to penetrate the Growing Organic Food market of Bangladesh
  2. Fresh Vegetables Exporter of Bangladesh: Mega international Trade is the First search result in Google when searched “ Vegetables from Bangladesh” Mega Group is a reputed vegetable exporter and have a highly content reach website with an old Fashioned Layout. But as they say “Old is Gold”
  3. Avalon Associate: A well respected name in Vegetable export market of Bangladesh. Avalon Uses Digital Services like Email Marketing, SEO and SMM to grab more market share. It also has associated it’s product in most Bangladesh Business Portals. Avalon sells : Vegetable, Shrimps, Fruits and Fishes. They are an “One Stop Agriculture Shop” for importers.

Monday, 26 September 2016

Types of L/C

Types of L/C
কনফার্মড এল সি:
কনফার্মড এল সি ঘটে যেখানে অন্য ব্যাংক (অন্য কোন দেশের )  এল / সি এর পেমেন্ট নিশ্চিত করে বা গ্যারান্টি প্রদান করে।এর ফলে যদি রপ্তানিকারকের ব্যাংক যদি কোন কারনবসত এল/সি এর মূল্য পরিশোধে ব্যথ হয় তবে নিশ্চিতকরন ব্যাংক এল/সি এর মূল্য পরিশোধ করিবে।রাজনৈতিক ভাঙ্গন বা যুদ্ধের কারনে  প্রদানকারী দেশের  ব্যাংক মূল্য প্রদানে অক্ষম হলে নিশ্চিতকরন ব্যাংক মূল্য পরিশোধ করে।
Back to Back LC:
এটা মূলত একটা প্রক্রিয়া জার মাধ্যমে একটি এল/সি বন্ধক রেখে আরও এক অথবা অধিক এল/সি খলা যায়। তবে নতুন এল/সি এর পূর্ণ মূল্য অবিশ্যি বন্ধকী এল/সি এর চেয়ে কম হতে হবে।
একটি ব্যাক-টু-ব্যাক এলসি লেনদেনের উদাহরণস
ধরুন, আপনি একজন রপ্তানিকারক, আপনার কাছে একটি এল/সি এসেছে ইউএসএ থেকে। এল/সি এর মূল্য ৫০০০০ ডলার। কিন্ত এই কাজ করতে গেলে আপনার ১০০০০ ডলার এর জিনিস কিনতে হবে। তাই আপনি আপনার কাছে আসা এল/সি ব্যাংকের কাছে বন্ধক রেখে তাকে বললেন আপনার জন্য একটি এল/সি খুলতে। এটাই  Back to Back LC। এল/সি এর উপর এল/সি


ট্রানফারেবল এল সি:
"হস্তান্তরযোগ্য এল/সি মাধ্যমে আমদানিকারক , এল/সি এর পূর্ণ অথবা আংশিক মূল্য কোন তৃতীয় পক্ষকে প্রেরণের অনুরধ ব্যাংক কে করতে পারে।
 
এল সি এ্যামেন্ডমেন্ট                 
LC amendment একটি সংশোধনী প্রক্রিয়া যার দ্বারা রপ্তানিকারক এলসি ক্লজ যা তাঁর কবুল হয় না এবং সেই ক্লজ পরিবরতনের অনুরোধ করতে পারেন. এটা প্রদানকারী ব্যাংক (Issuing Bank) ব্যাংকের মাধ্যমে উপদেশ ব্যাংক দ্বারা আমদানিকারক থেকে পাঠাতে হয়. এই সংশোধনী উভয় পক্ষের গ্রহণ করা আবশ্যক আনুষ্ঠানিকভাবে। এটা উপদেশ দেওয়া হয়, যে রপ্তানিকারক পণ্য ডকুমেন্ট সংশোধনী পত্র  নিজ Advising ব্যাংক & Issuing Bank দ্বারা গৃহীত হওয়ার আগে পণ্য না পাঠাতে। সব পক্ষ একমত হলে এবং নতুন ডকুমেন্ট হাতে আসার পর এ পণ্য পাঠানো উচিত।

ইরেভোকেবল এল সি
অপরিবর্তনীয়  এল/সি  যা জারি বা ইস্যু করার পর স্বীকৃতি প্রত্যাখ্যান করা যাবে না বা সংশ্লিষ্ট ব্যাংক এটা গ্রহণ করতে এবং মূল্য পরিশোধে বাধ্য থাকে। .  ইউসিপি 600 অনুযায়ী, সমস্ত এল/সি অপরিবর্তনীয় হয় যদি না অন্য কিছু ডকুমেন্ট এ বলা না থাকে।



এল/সি এর পক্ষ সমুহঃ


এল/সি এর পক্ষ সমুহঃ

1. ইম্পোর্টার: যিনি পণ্য আমদানি করবেন
2. রপ্তানিকারক: যিনি পণ্য রপ্তানি করবেন
3. প্রদানকারী ব্যাংক (Issuing Bank): আমদানীকারকের ব্যাংক যে এলসি ইস্যু করবে।
4. উপদেশ ব্যাংক(Advising Bank): রপ্তানিকারকদের ব্যাংক  যারা পেমেন্ট গ্রহণ করবে এবং ডকুমেন্টস পাঠাবে Issuing Bank এ।
5. সত্যতা স্বীকার করে ব্যাংক(Confirming Bank) দুই দেশের বাহিরের দেশের ব্যাংক যা এল/সি এর মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় ।

একটি এল / সি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ:

একটি এল / সি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ:


  1.  প্রথমেই  আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে  নির্দিষ্ট পণ্য ক্রয়ের একটি চুক্তি হয়. চুক্তি  লিখিত দলিল হিসেবে করাই ভাল, যেখানে দুই পক্ষের সাক্ষর থাকে
  2.    ইম্পোর্টার  এর পর  তার ব্যাংক বা কোনো অনুমোদিত ব্যাঙ্কে  (তার দেশের) এল / সি চুক্তি খোলার  আবেদন জমা দেয়।
  3. এটা সাধারণ চর্চা যে আমদানীকারক এবং এল/সি প্রদানকারী ব্যাংক সঙ্গে বিদ্যমান  ক্রেডিট লাইন থাকতে হবে. তবে কখনও কখনও ব্যাংক এল / সি   ক্রেডিট লাইন ছাড়া ইস্যু  করে যদি গ্রাহক ব্যাংকের পরিচিত ক্লায়েন্ট  হয়।তবে এটা সম্পূর্ণ ব্যাংক এর একক সিদ্ধান্ত  .এরপর এল / সি অনুরোধ ফর্ম তারপর জমা হয় ক্রেতার ব্যাংকে তারা  এল/সি ইস্যু করে উপদেশ ব্যাংকে তা প্রেরণ করে।
  4.   উপদেশকারী ব্যাংক ডকুমেন্ট পরীক্ষা করে রপ্তানিকারকের কাছে পাঠিয়ে দেয়।
  5.   এল / সি  প্রাপ্তির পর, রপ্তানীকারক নথি বা ডকুমেন্ট পরীক্ষা করে যদি শর্তাবলীর সাথে সম্মত হন তা গ্রহণ করে এবং উপদেশ ব্যাংকের মাধ্যমে গ্রহণ সম্মতি পাঠায়।
  6. তবে এল / সি শর্তাদি  যদি  রপ্তানিকারক  গ্রহণ না  করে  , তিনি  এল/সি  এডিট বা নির্বাচিত অংশ  সংশোধনীর  অনুরোধ করতে পারেন. সংশোধনী উভয় পার্টি  থেকে গ্রহণ করা আবশ্যক একটি এল /সি  জারি করার জন্য। সংশোধন সমুহ এর পর রপ্তানিকারকের ব্যাংকের মাধমে আমদানিকারকের ব্যাংককে পাঠানো হয়।
  7.  যদি আমদানিকারক সংশোধনী কবুল করে তবেই ফাইনাল এল/সি ইস্যু করা হয় সবার সম্মতি নিয়ে।সম্মত অবশ্যই লিখিত হতে হবে.
  8.  উপদেশ ব্যাংক রপ্তানীকারকের থেকে পাওয়া নথি বা ডকুমেন্ট পরীক্ষা করে ইস্যু কারী ব্যাংক এ পাঠাইয়ে দেয় ।
  9. আমদানিকারকের ব্যাংক কাগজপত্র চেক করে এবং সংশোধনী  যদি  সব পক্ষ সম্মত  দেয় লিখিতো ভাবে তাহলে   প্রতি চুক্তি হিসেবে পেমেন্ট পাঠায়। যা রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক পায়।
  10. এখানে একটা বিষয় মনে রক্তে হবে এল/সি এর পুরা প্রোসেস হচ্চে ডক্যুমেন্ট এর ভিত্তিতে তাই, ব্যাঙ্ক খালি নির্দিষ্ট ডকুমেন্ট পাওযার পরেই যদি তা ঠিক থেকে পেমেন্ট পাঠায়। 




এল/সি কাকে বলে?


এল/সি কাকে বলে?


এল/সি  বা ঋণপত্র একটি লিখিত ডকুমেন্ট যেখানে একটি ব্যাংক বিদেশী  বিক্রেতাদের  তার পণ্য বিক্রি জন্য অথবা একটি এক্সপোর্ট করার জন্য ক্রেতা / ইম্পোর্টার পক্ষে একটি লিখিত  পেমেন্ট নিশ্চয়তা  ইস্যু করে . এই  পেমেন্ট টার্ম আন্তর্জাতিক পেমেন্ট এ বহুল ব্যবহৃত পদ্ধতি। এই এল / সি ধারণা ১৯০০ সালের গোড়ার দিকে  চালু হয় । এটা আমদানীকারক ও রপ্তানিকারকদের জন্য ঝুঁকি কমানোর  কারণে  খুবই জনপ্রিয় এবং এখনও আমদানি রপ্তানি শিল্পের প্রধান বিনিময় মাধ্যম হিসেবে স্বীকৃত।