Monday, 26 September 2016

এল/সি কাকে বলে?


এল/সি কাকে বলে?


এল/সি  বা ঋণপত্র একটি লিখিত ডকুমেন্ট যেখানে একটি ব্যাংক বিদেশী  বিক্রেতাদের  তার পণ্য বিক্রি জন্য অথবা একটি এক্সপোর্ট করার জন্য ক্রেতা / ইম্পোর্টার পক্ষে একটি লিখিত  পেমেন্ট নিশ্চয়তা  ইস্যু করে . এই  পেমেন্ট টার্ম আন্তর্জাতিক পেমেন্ট এ বহুল ব্যবহৃত পদ্ধতি। এই এল / সি ধারণা ১৯০০ সালের গোড়ার দিকে  চালু হয় । এটা আমদানীকারক ও রপ্তানিকারকদের জন্য ঝুঁকি কমানোর  কারণে  খুবই জনপ্রিয় এবং এখনও আমদানি রপ্তানি শিল্পের প্রধান বিনিময় মাধ্যম হিসেবে স্বীকৃত।

No comments:

Post a Comment